
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের বসবসের স্থান নির্মানের জন্য ১শ কোটি টাকার বরাদ্দ ছিল প্রধানমন্ত্রীর।
সোমবার (১১ সেপ্টেম্বর) নাসিকের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে নাসিক অডিটোরিয়ামে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি এ তথ্য জানান।
তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১শ কোটি টাকা অনুদান ছিল, তাদের ভবনগুলো নির্মাণ চলমান আছে টানবাজারে। এখানে দুটো ভবন নির্মাণ সম্ভব নয় বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান, তাই একটি ভবন করা যায় কিনা দেখছি।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা। অর্থ বছরের মোট ব্যয় ধরা হয়েছে ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা। বছর শেষে উদ্বৃত্ত থাকবে ঘোষিত বাজেটের ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা।
গত ২০২২-২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের।