
জশনে জুলুস
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও জশনে জুলুস র্যালি হয়েছে।
ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানেশীল পীরে কামেল সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী’র নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে দেশের অন্যতম বৃহৎ জশনে জুলুস র্যালি বের হয়।
জেলার বিভিন্ন উপজেলা ও পাড়া মহল্লা থেকে কয়েক হাজার নবীপ্রেমী ধর্মপ্রাণ মুসলমান আরবী হরফে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে খন্ড খন্ড মিছলিল নিয়ে জশনে জুলুস র্যালিতে যোগ দেন।
এসময় জশনে জুলুস জনসমুদ্রে পরিনত হয়। সবার মধ্যে বিশ্ব নবীর জন্মের ঈদের আনন্দের জোয়ার সৃষ্টি হয়। মুসল্লিরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:) এর শানে দুরুদ, সালাম, জিকির আসগার করেন। দয়াল নবীর আগমন উপলক্ষে বিভিন্ন ইসলামী শ্লোগান দেন। “আহলান ওয়া সাহলান, দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, আজকে মোদের খুশির দিন দয়াল নবীর জন্মদিন, সকল ঈদের সেরা ঈদ বিশ্ব নবীর জন্মদিন” শ্লোগানের ধ্বণিতে মুখরিত হয়ে উঠে জশনে জুলুস র্যালি। জনসমুদ্রের ঢল নিয়ে র্যালিটি নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে শেষ করা হয়।
জশনে জুলুসে অংশগ্রহণ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
পরে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানেশীল পীরে কামেল সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শেষে বেশবাসি সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া এবং মুনাজাত করেন।
তিনি বলেন, আমরা সবাই বিশ্ব নবীর আদর্শ ও চরিত্র ধারণ করতে পারলে উন্নত জাতিতে পরিনত হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠবে।