
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এলাকাবাসীর দাবি, তিনি ছিনতাইকারী।
বুধবার (২২ নভেম্বর) রাতে শহরের নিতাইগঞ্জ এলাকার কাঁচারি গলিতে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাবু দুই নং বাবুরাইল এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক ব্যাক্তিকে ছিনতাইকালে কয়েকজন তাকে আটক করে। এসময় স্থানীয়রা মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়।
এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।