
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঢিলেঢালা ভাবে চলছে বিএনপির ডাকা ষষ্ঠ দফায় টানা ৪৮ ঘন্টার অবরোধ। সকাল থেকে সড়কে যানবাহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় যান চলাচল বেড়েছে। অন্যান্য দিনের মতই এদিনও শহরে তীব্র যানজট ছিল বেলা ১২টার পর থেকেই।
এদিকে অবরোধের সমর্থনে ভোরে নারায়ণগঞ্জের কয়েকটি স্থানে মিছিল দেখা গেলেও সারাদিন মাঠে দেখা যায়নি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অবরোধের শেষ দিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
সকালের দিকে শহরের রাস্তা প্রায় ফাঁকাই ছিল। এছাড়াও মহাসড়কগুলোতেও ছিলনা যানবাহনে চাপ। বেলা গড়াতেই মহাসড়ক গুলোতে যান চলাচল বাড়লেও যাত্রী না থাকায় দূরপাল্লার যানবাহন চলেনি।
এদিকে দুপুর থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় যানবাহনের চাপ ছিল বেশি। কিছু কিছু এলাকায় যানজটও দেখা গেছে।
অন্যদিকে ২৮ অক্টোবরের সমাবেশে হামলার পর থেকে টানা কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। শুরুর কয়েকদিন শহরে বিএনপি নেতাকর্মীদের সক্রিয় দেখা গেলেও এখন মাঠে নেই তারা। ভোরে কিংবা রাতে অবরোধের সমর্থনে হাতেগোনা নেতাকর্মীর দুয়েকটা ঝটিকা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ অবরোধ।
জেলার অন্যান্য স্থানেও একই চিত্র দেখা গেছে। গভীর রাতে মশাল মিছিল ও ভোরে অবরোধের সমর্থনে সীমিত বিক্ষোভের মধ্য দিয়েই আন্দোলন কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা।