শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবরোধের প্রভাব নেই নারায়ণগঞ্জে, আছে যানজট!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:০৯, ২৯ নভেম্বর ২০২৩

অবরোধের প্রভাব নেই নারায়ণগঞ্জে, আছে যানজট!

ফাইল ছবি

এবারের অবরোধে একেবারেই প্রভাব নেই নারায়ণগঞ্জের কোথায়। বরং সকাল থেকে শহরের চাষাঢ়া, ২ নং রেলগেট, পঞ্চবটী, নিতাইগঞ্জসহ বিভিন্ন স্থানে যানজট দেখা গেছে। 

অবরোধের ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বিএনপির কর্মসূচী, মাঠে দেখা মেলেনি দলটির কোন নেতাকর্মীর। 

বুধবার (২৯ নভেম্বর) বিএনপির অবরোধ কর্মসূচীর দিন শহরের বিভিন স্থান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সকাল থেকেই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডেও যান চলাচল করছে স্বাভাবিকভাবে। 

এদিকে দুপুর পর্যন্ত শহরের কোথাও কোন মিছিল, পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

শহরের চাষাঢ়াসহ একাধিক পয়েন্টে পুলিশ দায়িত্ব পালন করছে। এদিকে অবরোধের দিন হলেও এদিন স্বাভাবিক দিনের মতই মনে হয়েছে শহরে।