শনিবার, ১৭ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ ক্লাবে হামলার ঘটনায় মামলা, আসামি ১৯৬

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৯, ১৬ মে ২০২৫

নারায়ণগঞ্জ ক্লাবে হামলার ঘটনায় মামলা, আসামি ১৯৬

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় ৪৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

শুক্রবার (১৬ মে) নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ মে নারায়ণগঞ্জ ক্লাবের স্টাফ রঞ্জন কুমার সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন- একেএম সেলিম ওসমান (৭০), একেএম শামীম ওসমান (৬৪), তানভীর আহমেদ টিটু (৫১), খবির আহমেদ (৭৮), আসিফ হাসান মাহমুদ মানু (৫৪), শাহ্ নিজাম (৫৬), ফয়েজউদ্দিন আহমেদ লাভলু (৬৫), আরমান হোসেন জুয়েল (৬২), লিয়াকত হোসেন খোকা (৬২), আজমেরী ওসমান (৪৯), জাকিরুল আলম হেলাল (৫৮), মোঃ শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু (৫৫), বাবু চন্দন শীল (৬৩), জালাল উদ্দীন আহমেদ (৭২), খোকন সাহা (৫৭), মোঃ হাসান ফেরদৌস জুয়েল (৫৬), লিটন সাহা (৫৫), বিপ্লব সাহা রামু (৪৮), এস এম রানা (৪৬), ইমতিনান ওসমান অয়ন (৩৭), মোঃ সানাউল্লাহ (৬৩), এ এম মোস্তফা কামাল (৬৫), কামরুল হাসান মুন্না (৫২), এম মাসু উর রউফ (৬৯), মিজানুর রহমান (৬১), ফাইজুল ইসলাম (৫৫), মোহাম্মদ মহসিন মিয়া (৫২), মীর সোহেল (৫৫), এম ওয়াজেদ আলী খোকন (৬২), আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল (৬৪), জসিমউদ্দীন (৫৬), মোঃ আবুল হোসেন (৬৬), মোঃ জাহাঙ্গীর আলম (৫৮), মোঃ আদনান কবির (৩৮), কবির হোসেন (৫৫), আব্দুল করিম বাবু (৫৩), মোঃ রিয়ন (২৮), মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি (৩৭), আব্দুল জব্বার (৫৭), মইনুল হাসান বাপ্পি (৫১), এহসানুল হক নিপু (৪৮), অনুপ কুমার সাহা (৬২), আব্দুল কাদির (৬৬), দেবদাস সাহা (৬৩), সোহাগ রনি (৪০)।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, নারায়ণগঞ্জ ক্লাবে হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ ক্লাবের স্টাফ রঞ্জন কুমার সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, নারায়ণগঞ্জ ক্লাবে হামলার ঘটনায় ১৯৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।