শুক্রবার, ২৩ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই লাশ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪০, ২১ মে ২০২৫

সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই লাশ উদ্ধার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। 

বুধবার (২১ মে) কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

 উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাস স্ট্যান্ড এলাকা ও পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে। লাশ দুটি বয়স আনুমানিক ৩২-৩৫ মধ্যে হবে। তাদের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।  

লাশ দুটির পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ দু'টির কোন পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।  ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।