রোববার, ১০ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অর্থনৈতিভাবে সফল হয়েছি কিন্তু শীতলক্ষ্যা হারিয়ে ফেলেছি : ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৩, ১০ আগস্ট ২০২৫

অর্থনৈতিভাবে সফল হয়েছি কিন্তু শীতলক্ষ্যা হারিয়ে ফেলেছি : ডিসি

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (ডিসি) বলেছেন, নারায়ণগঞ্জ শহরের রাস্তাঘাটের পরিমান প্রায় সাতশো কিলোমিটারের মত। এ শহরটি ব্যাবসায়ের প্রানকেন্দ্র হিসেবে ব্রিটিশ আমল থেকেই পরিচিত ছিল। সে শহরটিকে ঘিরে ব্যাবসায়ের প্রসার ঘটেছে আমরাও সমৃদ্ধ হয়েছি। কিন্তু নারায়ণগঞ্জের সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ইন্ডাস্ট্রি হয়ে, আমরা অর্থনৈতিক ভাবে সফল হয়েছি। কিন্তু শীতলক্ষ্যা হারিয়ে গিয়েছে। 

শনিবার (৯ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, এ শহরটি আমরা পরিকল্পনাহীন ভাবে গড়ে তুলেছি। আজকের এ সমস্যা একদিনে বা পাঁচ বছরে তৈরি হয়নি। আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে না পারায় এ শহরের আজকের এই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। 

আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব যদি পালন করতে না পারি। আমরা যদি নিজেদের স্বার্থটা দেখি। দেশ ও সমাজের দিকে না তাকাই। তাহলে আমরা এই সমস্যা থেকে বের হতে পারবো না।

আমরা যানজটের জন্য কাজ করেছি। কিন্তু আমরা এটা নিরসন করতে পারিনি। চেম্বারসহ অনেক প্রতিষ্ঠান আমাদের কাছে এসেছিল। আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রাথমিকভাবে লোকবলের সমস্যার বিষয়ে যদি সাপোর্ট পাই তাহলে আমরা আমাদের পরিকল্পনাগুলে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু এ দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে।

আমরা খাল দখলমুক্ত করতে কার্যক্রম শুরু করেছি। আজ পর্যন্ত আমরা ১৬'শ ট্রাক ময়লা ফেলেছি। আমাদের ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলেমিটার দখল হয়ে আছে। পরিষ্কারের পর সেখানে আবারও আমরা যদি ময়লা ফেলি তাহলে আমরা নাগরিক দায়িত্ব পালন করতে পারলাম না। আমরা হয়ত ব্লেমগেম খেলতে পারবো।

এই হকাররা একদিনে বসেনি। তারা দীর্ঘদিন সময় নিয়ে এই জায়গায় এভাবে বসেছে। আমাদের তাদের নিয়েও ভাবতে হবে। আমরা যদি প্ল্যানিং না করতে পারি তাহলে হয়ত আমরা সরিয়ে দিলাম, তারা আবারও চলে আসবে। এটার স্থায়ী সমাধান হবে না। আমাদের পরিকল্পনা করতে হবে তাদের কীভাবে আমরা বসাবো।

আমরা এই হকারদের অনেক সময় ধরে নিয়ে যাচ্ছি। তবুও কাঙ্ক্ষিত ফলাফল আসে না। আমরা পাঁচ জনকে ধরলে নতুন করে আরও পাঁচজন চলে আসে। রাস্তায় ভ্যানে করে বিক্রি অনেক বেড়েছে। আমরা কোথায় ডাম্পিং করবো। এটা পারমানেন্ট সলিউশন না। আমাদের ভাবতে হবে কীভাবে এটার স্থায়ী সমাধান করা যায়।