
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় ফুটপাতে বসাকে কেন্দ্র করে হকারের মারধরে ইমন (৫০) নামের আরেকজন হকার নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে শহরের উকিলপাড়া মোড়ে ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ একই এলাকায় ফুটপাতে ফুল বিক্রি করে আসছিলেন ইমনসহ আরও কয়েকজন হকার। বৃহস্পতিবার সকালে ফুটপাতে বসার জায়গা নিয়ে স্থানীয় এক হকারের সাথে তার কথা কাটাকাটি হয়। এসময় ইমনকে ঘুষি মারলে সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আসামি নিজেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির জানান, হত্যাকান্ডের পর থেকেই আসামি পলাতক অবস্থায় আছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।