রোববার, ১০ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাঁদাবাজি করেছে এমন কাউকে ছাড় দেইনি : এসপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১২, ১০ আগস্ট ২০২৫

চাঁদাবাজি করেছে এমন কাউকে ছাড় দেইনি : এসপি

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, নারায়ণগঞ্জে যেই হোক আমি আসার পরে চাঁদাবাজি করেছে এমন কাউকে ছাড় দেইনি। সামনে ক্ষমতায় আসবে পাওয়ারফুল হবে এ ধারণা না রেখে আপনারা আমাদের স্মরণাপন্ন হবেন। আমরা ব্যাবস্থা নেবো।

শনিবার (৯ আগষ্ট) নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুনর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের পুলিশের এসপির বক্তব্য সকলে শোনে। যেহেতু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের। আমি ধন্য আমাদের ডিসি গাছ লাগিয়েছেন এর ভিডিও প্রদর্শন করা হয়েছে। কিন্তু আমি যে আইনশৃঙ্খলা রক্ষা করেছি, চাঁদাবাজি ঠেকিয়েছি এর ভিডিও তো আমি করতে পারিনি। 

আমি ধন্য আপনারা বলেননি যে চাঁদাবাজদের জন্য আমরা ব্যাবসা করতে পারছি না। আমরা এ বিষয়ে সফল। ব্যাবসায়ীদের আশ্বস্ত করতে চাই কেউ চাঁদাবাজি করলে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

যানজটের দায় আমিও নেবো কারণ ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে। নারায়ণগঞ্জ বহু পুরাতন শহর। এখানে রাস্তাগুলো অনেক সংকীর্ণ। এখানে ট্রাক ঠেকানে মুশকিল আবার ব্যাবসায়ীরা বলে ট্রাক না আসলে তো ব্যাবসা শেষ। 

আমরা সিটি করপোরেশনকে বলেছি সড়ক সংস্কারের জন্য। পঞ্চবটীর রাস্তা সংস্কার হচ্ছে। তখন হয়ত এই যানজট নিরসন হবে।

এ শহরে পাঁচ থেকে দুই হাজার ইজিবাইকের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু চলে লাখ লাখ ইজিবাইক। আমরা তাদের ডাম্পিং করতে পারি কিন্তু তারও তো পেট রয়েছে। আমি তার ইজিবাইক দুইদিন আটকে রাখলে সে ছিনতাই করবে৷ তখন অপরাধ বেড়ে যাবে।

আপনি কী আপনার গাড়িটা সঠিক জায়গায় পার্কিং করেছেন? আপনি কী বেজমেন্ট করেছেন? আপনার হয়ত কাপড়ের দোকান রয়েছে। আপনার ফুটপাতের দোকানদারকে বলছেন তুই ফল বিক্রি কর। আপনি কী বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি বাঁধা দিয়েছেন? আপনারা যদি বলেন ফুটপাতে কেউ বসবে না তাহলে কী বসতে পারে তারা? 

তিনি আরো বলেন, এবিষয়ে কোন চাঁদাবাজ মাসলম্যান আপনাকে হুমকি দিলে আমার কাছে আসবেন। আমি তাকে আইনের আওতায় আনতে না পারলে প্রয়োজনে আমি ছেড়ে চলে যাবো। তবুও তাদের আইনের আওতায় আনবো।