বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে যুবলীগ নেতা অহিদের ঘনিষ্ঠ ৩ সহযোগী আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০০, ১৮ আগস্ট ২০২৫

বন্দরে যুবলীগ নেতা অহিদের ঘনিষ্ঠ ৩ সহযোগী আটক

আটক

নারায়ণগঞ্জের বন্দর থেকে যুবলীগ নেতা জাহিদ (২৬), শাওন (২৪), ইয়াসিন (২৩) কে আটক করেছে বন্দর থানা পুলিশ। 

শনিবার (১৬ আগস্ট) রাতে বন্দর থানাধীন ফুলহর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত যুবলীগ নেতা জাহিদ, শাওন, ইয়াসিন বন্দরের আলোচিত যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। পতিত সরকারের আমলে নাশকতা করার অভিযোগে জাহিদ, শাওন, ইয়াসিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বন্দর থানায় তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলায় তাদেরকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আসামীদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।