বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আশুলিয়া থেকে ডাকাতির লুন্ঠিত গরু বন্দরে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২০, ১৮ আগস্ট ২০২৫

আশুলিয়া থেকে ডাকাতির লুন্ঠিত গরু বন্দরে উদ্ধার

ফাইল ছবি

আশুলিয়ায় গরু বোঝাই  ট্রাক ডাকাতির  লুন্ঠিত গরু বন্দর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত  রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় বন্দর উপজেলার দৌলতপুর এলাকা থেকে লুন্ঠিত ১১টি গরু ও ২ টি মহিষ উদ্ধার করে  কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। এর আগে গত শনিবার (১৬ আগস্ট)  দিবাগত রাতে আশুলিয়া বিশ মাইল এলাকায় আইন শৃঙ্খলার বাহিনী পরিচয় দিয়ে এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন জানান,  বন্দর উপজেলার মুছাপুর ইউপির দৌলতপুর এলাকা সুজন ও সজিব কসাই'র নিয়ন্ত্রণে  ডাকাতির লুন্ঠিত গরু রাখা হয়েছে। এ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে ১১ টি গরু ও  ২ টি মহিষ উদ্ধার করা  হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন কসাই ও সজিব কসাই পালিয়ে যায়।  পরবর্তীতে আশুলিয়া থানাধীন বিশ মাইল  এলাকা থেকে একটি  সংঘবদ্ধ ডাকাত দল গরু বোঝাই ট্রাক ছিনিয়ে এনে দৌলতপুর এলাকায় রেখেছে । পরে রাতে উদ্ধারকৃত ডাকাতির লুন্ঠিত গরু আশুলিয়া থানার  এসআই আনোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।