বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সদর উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১০, ১৮ আগস্ট ২০২৫

সদর উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা

জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত “গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচীর অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের হল রুমে উজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্জ্য নিরসনে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনপ্রতিনিধিরা নিজ নিজ ওয়ার্ডে বাসা বাড়ির বর্জ্য গুলো নির্দিষ্ট স্থান বা ময়লা নেয়ার গাড়িতে দেয়া নিশ্চিত করতে হবে। এবিষয়ে এলাকাবাসীকে সচেতন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে দুটি করে ময়লা ফেলার হাউজ করে দেয়া হবে। কেউ যেনো যত্রতত্র ময়লা না ফেলে সেজন্য সকলকেই প্রতিবাদী হতে হবে। সবাই যদি ময়লা বর্জ্যের বিষয় শতর্ক হয় এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলায় তাহলে সুন্দর বাসযোগ্য একটি পরিবেশ সৃস্টি হবে। এতে মানুষের রোগ বালায় কম হবে সুস্থ্য থাকবে।

সভায় উপস্থিত ছিলেন, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম সহ ভিবিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা।