
আরবি নীট ওয়ার গার্মেন্টস বিক্ষোভ
সময় মত বেতন না দেয়া ও ছুটির টাকার দাবীতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আরবি নীট ওয়ার নামে রপ্তানীমুখী পোষাক কারখানার প্রায় তিন শতাধীক শ্রমিক সারাদিন বিক্ষোভ করেছে। বিক্ষোভের পর জেলা প্রশাসনের ৩ সিদ্ধান্ত মেনে নিয়ে সন্ধায় শ্রমিকরা ঘরে ফিরেছে।
সোমবার (১৮ আগষ্ট) ফতুল্লার পঞ্চবটি আরবি নীট ওয়ার গার্মেন্টসের শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, দুপুরে কারখানার মালিকপক্ষকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে আনেন প্রশাসন। এরপর শ্রমিকদের পক্ষ থেকে কয়েকজন ছিলেন। এরপর দীর্ঘ আলোচনায় সেনাবাহিনী পুলিশসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সন্ধা সাড়ে ৬টায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফার ইয়াসমিন শ্রমিকদের বলেন, ৬৬ জন সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের বিষয়ে ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। মঙ্গলবার থেকে ফ্যাক্টরি খোলা হবে এবং ছুটির টাকা আগামী মাসের ১০ তারিখ পরিশোধ করা হবে। শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে নিয়ে সন্ধায় বাড়ি ফিরেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রও এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেএমইএ এর আওতাভুক্ত আরবি নীট কারখানার মালিক আহমুদুর রহমান আল আমিন। তার কারখানায় মোট ৮৫০জন শ্রমিক রয়েছে।