বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা হিরার নিজ অর্থায়নে সড়ক মেরামত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৪, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ২০:০৬, ১৮ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা হিরার নিজ অর্থায়নে সড়ক মেরামত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ অর্থায়নে ভেঙ্গে যাওয়া সড়ক মেরামত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরা। 

দীর্ঘদিন ধরে সড়কটি ভেঙ্গে গিয়ে খাদাখন্দ সৃষ্টি হয়েছিল। তার ফলে জনসাধারণ ও যানবাহন চলাচলে ঝুঁকি ও অসুবধিার সৃষ্টি হয়ছেলি। ৪নং ওয়ার্ডের এলাকাবাসীর ও জনসাধারণ ভোগান্তি দূর করতে সামাজিক দায়িত্ববোধ থেকে নিজ খরচে রাস্তা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করাসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন এই ছাত্র নেতা।  

ছাত্রদল নেতা হিরার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী দল সোমবার (১৮ আগস্ট) সকালে হাউজিং, আটি গ্রাম, কসাইপাড়া, রেললাইনের প্রধান সড়কটি ভূমিপল্লীর শুরুতে সড়কটি খাদাখন্দ হয়ে য়াওয়ার কারণে প্রায় সময়ে দুর্ঘটনা হয়ে থাকে। দুর্ভোগের বিষয়টি ছাত্রদল নেতার নজরে আনলে তিনি ব্যক্তিগত অর্থায়নে সংস্কারের উদ্যোগ নেন।

এ বিষয়ে ছাত্রদল নেতা হিরা বলেন, “সড়কের বড় বড় গর্তের কারণে যানবাহন ও জনসাধারণের চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এর নির্দেশনায় নাসিক ৪নং ওয়ার্ড এলাকাবাসির এবং মানুষের কষ্ট লাঘবে আমরা স্বেচ্ছাশ্রমে এই সড়ক সংস্কার করেছি। এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত থাকবে।”