বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দুই অসহায়ের মাঝে অটোরিকশা ও গরু বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৭, ২০ আগস্ট ২০২৫

দুই অসহায়ের মাঝে অটোরিকশা ও গরু বিতরণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় মুজিবুর রহমানকে একটি অটোরিকশা এবং হোসনেয়ারা বেগমকে একটি গরু বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে অটোরিকশা ও গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আলহাজ্ব লায়ন মীর আব্দুল আলীম, ডিকেএমসি হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামসহ আরো অনেকে।

ব্যাটারিচালিত অটোরিকশা পেয়ে বিরাবো এলাকার হামিদুল্লাহর ছেলে মুজিবুর রহমান বলেন, আমি অত্যন্ত একজন গরিব মানুষ। বেকারত্ব জীবনে খেয়ে না খেয়ে দিন কাটছিল আমার। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় আমি অত্যন্ত খুশি। এখন থেকে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হবে না। আমাকে অটো রিকশাটি দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় ইউএনও সারকে আল্লাহ তাআলা মঙ্গল করবেন।

গরু পেয়ে নাওড়া এলাকার উমেদ আলী মুন্সির মেয়ে হোসনে আরা বেগম বলেন, আমার একটি গাভী দিয়ে কোন রকমের পুরো সংসার চলতো। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাভীটি মরে যাওয়ার পর থেকে আমি নিঃস্ব হয়ে পড়ি। খবর পেয়ে ইউএনও সাইফুল স্যার আমাকে একটি গরু দিয়েছেন। আমি অত্যন্ত খুশি। আগামীতে গরুটি আমাকে স্বপ্ন দেখাবে।