
ফাইল ছবি
নারায়ণগঞ্জে শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও জিয়া হল পরিদর্শনে যাননি বিএনপি নেতারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্রে অবস্থিত শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর সারাদিন পার হলেও জিয়া হল পরিদর্শন করতে আসেননি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কোন নেতা। পুড়ে যাওয়া জিয়া হল দিনভর এভাবেই পড়ে ছিল।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে সকাল থেকেই মহানগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন সেখানে। নিকটবর্তী এলাকা হলেও জিয়া হলে আসেননি সাখাওয়াত ও টিপুসহ মহানগর বিএনপির কোন নেতা।
জেলা বিএনপির কোন নেতাকেও জিয়া হল পরিদর্শন করতে দেখা যায়নি। তবে বিকেলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান তার অনুসারীদের নিয়ে জিয়া হল পরিদর্শন করেন।