
প্রতীকী ছবি
মামলার তদন্ত রির্পোটের বয়ান বদলে দেওয়ার ঘটনায় সিআইড কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেছে বন্দরে ভূক্তভোগী এক বীর মুক্তিযোদ্ধা। গত ৪ আগস্ট বীরমুক্তিযোদ্ধা আবু তাহের বাদী হয়ে উল্লেখিত দফতরে এ অভিযোগ দায়ের করেন তিনি।
এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের গণমাধ্যমকে জানায়, আমার ভাই আক্তার হোসেন জাতীয় শিল্প সমিতির সাবেক পরিচালক আমানুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন তারেই ছোট আক্তার হোসেন । সে মামলার তদন্ত করেন সিআইডির উপ পরিদর্শক গোপাল কুমার পাল। সে আমার কাছে তদন্তের জন্য বয়ান নেন এবং একটি কাগজে স্বাক্ষর নেন। কিন্তু সে আমার দেয়া বয়ান পাল্টে দিয়ে আদালতে মনগড়া বয়ান জমা দেন। এতে আমার মান সন্মান ক্ষুন্ন ও আদালতে ন্যায় বিচার কার্যে বাধা প্রদান করেন। এছাড়াও স্থানীয় চাঁন মিয়া, কবির হোসেন ও সুলতান মিয়ার বয়ানও পাল্টে দেয় এ সিআইডি কর্মকর্তা। এছাড়া বিবাদী পক্ষের লোকদের স্বাক্ষি হিসাবে বয়ান আদালতে জমা দিয়ে বিচার কার্যকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা চালান। আমি এ সিআইডির অপসারনসহ তার বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সিআইডি কর্মকর্তা গোপাল কুমারের মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধাসহ যারা বয়ান দিয়েছে তারা যে ভাবে বলেছে আমি সেভাবে আদালতে প্রতিবেদন জমা দিয়েছি।