
প্রতীকী ছবি
বন্দরে অর্থ ঋণ আদালতের মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী ও বি়ভিন্ন ওয়ারেন্ট ৩ পলাতক আসামীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগস্থ ছোটবাগ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে অর্থ ঋণ আদালতের মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী আওলাদ হোসেন (৪২) একই থানার একরামপুর পৌরসভা এলাকার সামেদ বেপারী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ হোসেন (২৫) একই থানার একরামপুর ইস্পাহানী ঘাট এলাকার আব্দুল রজ্জব হাওলাদারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রানা (৪৩) দড়ি সোনাকান্দা এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (২৮)। এ ছাড়াও পুলিশ চোর ও ছিনতাইকারি সন্দেহে ২ যুবককে আটক করে। আটককৃতরা হলো বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে অমিত হাসান আকাশ (২৫) ও একই থানার রামনগর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে জুম্মান (২৩)। গ্রেপ্তারকৃত ৬ জনের মধ্যে সাঁজাপ্রাপ্ত আসামীসহ ৪ জনকে উল্লেখিত ওয়ারেন্টে ও অপর ২ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (১৮ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।