বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে স্ত্রীর হত্যাকান্ডে কথিত স্বামীর যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৬, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:১৮, ১৮ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে স্ত্রীর হত্যাকান্ডে কথিত স্বামীর যাবজ্জীবন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় কথিত স্বামী মো. লুৎফর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ড মো. লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বীরপাশা এলাকার মৃত জিতু মিয়ার ছেলে। নিহত নাজমা আক্তার রিতু ব্রাহ্মণবাড়িয়ার সদরের পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, কথিত স্ত্রীকে হত্যার ঘটনায় লুৎফর নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত৷ এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

জানা যায়, ২০১৮ সালের ২২ জুন সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় নিজ বাড়িতে রিতুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান কথিত স্বামী লুৎফর। নিজেকে রিতু স্বামী পরিচয় দিলেও আসলে দীর্ঘদিন যাবৎ রিতুর আগের স্বামী পরিচয়ে তারা একসাথে বাড়িটিতে বসবাস করে আসছিলেন। হত্যাকান্ডের পরে নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।