বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪১, ১৯ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার ৩ দিন পরে সোমবার (১৮ আগস্ট) কিশোরীর বড় ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

ঘটনার পর কিশোরীর খালাতো বোনের জামাই কাউছার (৩০) ও তার বন্ধু আওয়াল (৩০) পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ১৫ আগষ্ট সন্ধ্যায় বাড়ির কাছে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে খালাতো বোনের জামাই কাউছার বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে বাসা থেকে নিয়ে যায়। এরপর সে কিছুটা দূরে পশ্চিম নয়ামাটি রেললাইন এলাকায় আলম মিয়ার ৪র্থ তলা বাড়ীর নিচ তলার উত্তর পাশের ভাড়াটিয়া কক্ষে নিয়ে একের পর এক কিশোরীকে ধর্ষণ করেছে দু’জন। কিশোরীর পরিবার অভিযোগ করতে দেরি হওয়ায় ধর্ষণকারীদের গ্রেফতার করতে পারেনি।