বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এনআইইটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে কারিগরি প্রকৌশল প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১০, ১৯ আগস্ট ২০২৫

এনআইইটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে কারিগরি প্রকৌশল প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শনী

উদ্ভাবনী প্রদর্শনী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এনআইইটি)'র শিক্ষার্থীদের অংশগ্রহণে কারিগরি প্রযুক্তির উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার ১৯ আগষ্ট সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী হাবিব কনভেনশন সেন্টারে এ প্রদশর্নীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এনআইইটি'র পরিচালক এ্যাডভোকেট উম্মে সালমার সভাপতিত্বে আয়োজিত প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম। আরও উপস্থিত  ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্যরা। 

এ সময় শিক্ষার্থীরা তাদের হাতে তৈরী কারিগরি শাখার বিভিন্ন কলাকৌশল যুক্ত বিভিন্ন কার্যক্রম ও উদ্ভাবনী পন্যের  বিবরণ ও সুবিধাগুলো তুলে ধরেন অতিথিদের সামনে।