
ট্রাক চালক কাশেম গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ।
গ্রেপ্তারকৃত আসামি কাশেম (২৮) বিবাড়িয়া জেলার মৃত আব্দুল খালেকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার লাউসা গ্রামের আবুল বাশার তার নামীয় সিএনজি (নারায়ণগঞ্জ-থ ১১-১২৩৭) নিয়ে গত ১২ আগস্ট বন্দর থানার মনদপুর সিএনজি স্ট্যান্ড হতে যাত্রী নিয়ে বিশনন্দী ফেরীঘাট যাওয়ার পথে বিকেলে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রীজের পূর্ব পাশের ঢালে পৌছলে সামনের দিক আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক বেপরোয়া গতি ও অবহেলা করে গাড়ী চালিয়ে আবুল বাশারের সিএনজিকে স্বজোরে ধাক্কা দিলে সিএনজি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকে থাকা ঘাতক চালক তাৎক্ষনিক ট্রাক থেকে নেমে পালিয়ে যায়।
এসময় সিএনজিতে থাকা যাত্রী মোসাঃ পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক আবুল বাসার (৪৫) ও জাকির হোসেন (৫৫) মৃত্যুবরন করেন। গুরুতর আহত অবস্থায় সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেফতারকৃতত আসামীকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।