বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সমিতিগুলো নিয়ন্ত্রণ করে রাজনৈতিক নেতৃবৃন্দ: মাসুদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৯, ২০ আগস্ট ২০২৫

সমিতিগুলো নিয়ন্ত্রণ করে রাজনৈতিক নেতৃবৃন্দ: মাসুদ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেছেন, আমরা মিডিয়াতে কাজ করি বিধেয় খুঁজি সংবাদের পেছনের সংবাদ। পরিবহন খাতের মালিক সমিতিগুলো নিয়ন্ত্রণ করে রাজনৈতিক নেতৃবৃন্দ। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণকারীরাও পাল্টে যায়, কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা একই থাকে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, প্লিজ কেউ উত্তেজিত হবেন না। এটা উত্তেজনার জায়গা না। উত্তেজিত হয়ে কিছু করা যাবে না। সরকারি প্রজ্ঞাপন ও নিয়ম মেনেই আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, এখানে জেলার মুরুব্বিদের নিয়ে আলোচনা চলছে। এটা রাস্তাঘাট না, আপনারা হেলপার বা ড্রাইভারদের সাথে আচরণ করছেন না। তাই দয়া করে আপনাদের আচরণ সংযত রাখুন।

এ সময় একজন রাজনৈতিক নেতা মন্তব্য করতে চাইলে তাকে থামিয়ে দিয়ে মাসুদ বলেন, বাস মালিকরা প্রকাশ্যে কিছু বলবে না, কারণ তাদের নিরাপত্তা জনিত কারণ আছে। মূলত চাঁদার টাকা কেটে রাখা হয় মালিকদের কাছ থেকে। তবে এটা মালিকরা সরাসরি দেয় না, নিয়ন্ত্রণ করে তাদের সমিতি, আর সেই সমিতিগুলোই রাজনৈতিক নেতাদের হাতে নিয়ন্ত্রিত।