
রোহান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রোহান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ফ্যাক্টরিটিকে এক লক্ষ চার হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২০ আগষ্ট) শহরের পাইকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, প্রতিষ্ঠানটি নন ফুড গ্রেড কালার, মেয়াদ উত্তীর্ণ এমোনিয়াম বাইকারবোনেট ব্যবহার করছে।
তিনি আরও জানান, ফ্যাক্টরিটির পণ্যের মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ব্যতীত পণ্য উৎপাদন, মান নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন, খাদ্য পণ্য উৎপাদনের পাশাপাশি জায়গায় শৌচালয় অবস্থানের জন্য ফ্যাক্টরিটিকে জরিমানা করা হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন।