
ফাইল ছবি
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা জেলা কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন-উৎসব বাসে ৫ টাকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অযৌক্তিক এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।
বিবৃতিতে জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “জনগনকে যাতায়াতের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে পরিবহন মালিকদের সিন্ডিকেট যে অযৌক্তিক ভাড়া আদায় করছে, তা সমাজের ন্যায্যতার পরিপন্থী। নাগরিকদের দৈনন্দিন জীবনের ব্যয় বাড়িয়ে, সাধারণ মানুষকে আর্থিক চাপের মুখে ফেলা মোটেও গ্রহণযোগ্য নয়।
জেলা প্রশাসকের আহবানে অনুষ্ঠিত সভায় বাস মালিকেরা জানায় তারা ৫২ সিটের গাড়িকে ৪৫ সিটের করেছে। নিজস্ব সিদ্ধান্তে কমানো ৭ সিটের ভাড়া উত্তোলনের জন্য তারা ভাড়া বৃদ্ধির দাবি জানায়। যা নিতান্তই অযৌক্তিক উত্থাপন। বাসের সিট সংখ্যা কত হবে তা নির্ধারণ হবে রাস্তা-দুরুত্ব ও পরিবহনের কাঠামো নীতির ভিত্তিতে। কিন্তু আমরা দেখলাম, বাস মালিকরা রীতিমত নিজস্ব সিদ্ধান্তে তাদের বাসের সিট সংখ্যা পরিবর্তন করছে এমনকি সেই সিদ্ধান্তের অর্থনৈতিক বোঝাটুকুও আবার যাত্রীর উপরই তারা চাপিয়ে দিতে চাইছে। ছাত্র ফেডারেশন এমন মনমর্জির ভিত্তিতে নেয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।
আমরা মনে করি, যেখানে জ্বালানী মূল্য বৃদ্ধি পায়নি, দুরুত্বের পরিমাপের বদল হয়নি সেখানে ৫টাকা ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। এমনকি স্লট অনুযায়ি বিন্যাসকৃত ভাড়ার সাথে সমন্বয় করেও বাস ভাড়া অপরিবর্তনীয় রাখা সম্ভব।
ছাত্রনেতা সৃজয় সাহা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের বদলের দাবি জানিয়ে বলেন, “বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক এবং গণবিরোধী। আমরা দেখেছি আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাফপাসের সিদ্ধান্ত নেয়া হলেও তার কার্যকর রুপ দেখা যায়নি। বরং হাফপাসের জন্য নানান সময় শিক্ষার্থীদের হয়রানির খব্র অহরহই মেলে। আমরা এ থেকে পরিত্রান চাই।'
উল্লেখ্য যে, জেলা প্রশাসকের সভায় শিক্ষার্থীদের নি:শর্ত (অর্থাৎ, সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা) হাফপাস নিশ্চিত করা হয়।
নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের কাছে আহবান জানাই, আপনারা নিজস্ব প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহার করবেন এবং নির্ধারিত মূল্যের অর্ধেক অর্থাৎ ২৮ টাকা ভাড়া প্রদান করবেন। এক্ষেত্রে পরিবহন কর্তৃপক্ষ কোনোপ্রকার হয়রানি করলে তাৎক্ষনিক তা প্রশাসনিক সহযোগিতা নিন। অধিকারের এই লড়াইয়ে নারায়ণগঞ্জ ছাত্র-তরুণকে সংগঠিত হবার আহবান জানাই।