বুধবার, ২০ আগস্ট ২০২৫

|

ভাদ্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জবাবদিহিতা ছাড়া খবরদারি করতে দিবেনা জনগণ : আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৫, ২০ আগস্ট ২০২৫

জবাবদিহিতা ছাড়া খবরদারি করতে দিবেনা জনগণ : আবদুল জব্বার

দায়িত্বশীল সভা

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যােগে ১৯ আগষ্ট মঙলবার সকালে ইউনিট দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার  বলেন জবাবদিহিতা ছাড়া আর কোন ধরনের খবরদারি করতে দিবেনা দেশের জনগণ।  তিনি আরো বলেন এক শ্রেনীর মালিক আছে যারা শ্রমিকদের শোষণ করতেই থাকে। শ্রমিকদের মান-উন্নায়ন ও কর্ম দক্ষতা উন্নায়নে নেই কোন ভূমিকা। ফ্যাসিস্টদের মতো যদি কেউ আচরন করে তাদের বিরুদ্ধে জনগণ বসে থাকবেনা।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, শ্রমিক কল্যান মহানগর সেক্রেটারির সোলাইমান হোসাইন  মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সি ফাইসুল্লাহ, এড. সাইফুল ইসলাম, শহিদ হোসাইন সহ মহানগর ও থানার নেতৃবৃন্দ।