
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জালকুড়ি এলাকাবাসী।
রোববার (৩১ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ হিসেবে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। ভূমি অধিগ্রহণের নামে এই বসত ভিটা উচ্ছেদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পরবর্তীতে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসীর সাথে কথা বলে তাদের আশ্বস্ত করলে তারা ফিরে যান।