
ফাইল ছবি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মাণাধীন কদমরসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর কালীর বাজার ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালীর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ব্যবসায়ী হাজী নাজির খানের সভাপতিত্বে ও মো. রবিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, ব্যবসায়ী আকবর হোসেন, তানভীর হোসেন প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, যথাযথ সমীক্ষা ছাড়া অপরিকল্পিত নকশায় সেতুর পশ্চিমাংশ নারায়ণগঞ্জ কলেজের সামনে করা হয়েছে। এতে যানজটে পুরো এলাকা অচল হয়ে পড়বে। আগে যে নকশায় ৫ নং ঘাটে সেতুটি নামানো হয়েছিল, সেটিই ছিল যৌক্তিক। বর্তমান নকশা বাস্তবায়ন হলে পশ্চিম ও পূর্বপাড় দুইপাশের মানুষের জন্যই ভয়াবহ দুর্ভোগ বয়ে আনবে।
বক্তারা বলেন, কালীর বাজার থেকে ১ নং রেলগেট পর্যন্ত এলাকা সারাক্ষণ যানজটে অচল থাকে। এখানে দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো সুযোগ থাকে না। এছাড়া কালীর বাজার ও দিগুবাবু বাজার লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় এলাকাটি প্রতিনিয়ত যানজটের কবলে থাকে। এর মধ্যে সেতুর উঠা-নামার মুখ এখানে হলে দুর্ভোগ আরও ভয়াবহভাবে বাড়বে। আমরা অবিলম্বে নকশা পরিবর্তন বা পূর্বের নকশায় সেতু বাস্তবায়নের দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয় হবে।