
ফাইল ছবি
ফতুল্লা থানা বিএনপির নেতা রুহুল আমিন শিকদার বলেছেন, ফতুল্লাকে নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন গঠনের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। আমরা এতে সন্তুষ্ট। এটি ফতুল্লাবাসীর প্রাথমিক বিজয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় একথা জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, আগামী দিনে ফতুল্লার সন্তানরাই এই আসন থেকে নির্বাচন করবে এবং ফতুল্লাবাসীর প্রতিনিধিত্ব করবে। আমরা এটাই চেয়েছিলাম। আমাদের আশা পূরণ হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের পর প্রার্থীদের আবেদনের ভিত্তিতে তা বহাল রাখার হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।
এসময় নির্বাচন কমিশন দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।