শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৫

ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেহেদী হাসান (২৪) নামের এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান।

এর আগে, ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া কলিম উদ্দিন শাহ মাজার এলাকার সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার দুলাল মিয়ার বাড়িতে স্ত্রী ও দুই বছরের সন্তান নিয়ে ভাড়া থাকতেন। পেশায় তিনি মোবাইল ফোন মেরামতের পাশাপাশি ভুলতা গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ‘নন্দিনী টেইলার্স’ পরিচালনা করতেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, কয়েক দিন ধরে মেহেদী নিখোঁজ ছিলেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পরিবার তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পুলিশকে অবহিত না করেই গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল পরিবার।

তিনি আরও বলেন, নিহতের পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।