বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩৮ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৯, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩০, ২ সেপ্টেম্বর ২০২৫

নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩৮ হাজার

পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮০৪ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং খন্দকার শমিত রাজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে দিগুবাবুর বাজারের পাঁচটি প্রতিষ্ঠান থেকে পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা করা হয়। এসময় ৩৫০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করে কিশোরগঞ্জ স্টোরকে ১০ হাজার টাকা, ১শ কেজি জব্দ করে জুনায়েদ হার্ডওয়্যার স্টোরকে ৫ হাজার টাকা, ১৩০ কেজি জব্দ করে সিদ্দিক স্টোরকে ১০ হাজার টাকা, ৮৭ কেজি জব্দ করে বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা, ১৩৭ কেজি জব্দ করে মেসার্স এল বি ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া ও মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।