
ফাইল ছবি
ফতুল্লার কুতুবপুরে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি সহ সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০'র সদস্যরা। তবে এসময় পালিয়ে যেতে সক্ষম হয় সাজু আহাম্মেদ (৩৫) নামেরঅপর এক যুবক।
গ্রেফতারকৃত সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বটতলার বাসিন্দা।
সোমবার(১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় কেরানীগঞ্জ র্যাব-১০ এর ডিএডি ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শফিকুল ইসলাম মাতুব্বরের নেতৃত্বে নিশিন্তাপুর শরীফবাগ কুতুবপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও গ্রেফতারকৃত আসামিকে সোমবার ভোরে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।
ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম জানান, র্যাব-১০ আসামিকে ফতুল্লা থানার কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।