বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৮, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:০৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ২ টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ নাসির উদ্দিন উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে। 

অপহৃত নাসির উদ্দিনের ছোট ভাই নুর আলম ভুইয়া জানান, নাসির উদ্দিন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বুধবার বেলা ২টার দিকে নাসির উদ্দিন তার প্রাইভেটে গাড়িতে করে ভুলতা এলাকার আজিজ মার্কেন্টাইল ব্যাংকে কাজে যায়। কাজ শেষ করে মার্কেন্টাইল ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে নাসির উদ্দিন ও তার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়।  এ সময় অপহরণকারীরা নাসির উদ্দিনের মালিকানাধীন প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। 
অপহরণকারীরা নাসির উদ্দিন ও তার চালক আশিককে নিয়ে ৩০০ ফিট হয়ে ঢাকার দিকে চলে যায় প্রত্যক্ষদর্শীরা জানায়। বর্তমানে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে। পরিবারের সদস্যরা নাসির উদ্দিনের মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, আমরা এই ঘটনা শুনেছি। নাসির উদ্দিনকে উদ্ধারে আমরা তৎপরতা চালাচ্ছি।