মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দুই কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির প্রমাণ মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২০, ২ সেপ্টেম্বর ২০২৫

দুই কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির প্রমাণ মিলেছে

ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ শাখার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব সহকারী তানিয়া আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৫৪৯ টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। তাদের এই দুর্নীতিতে সহায়তার অভিযোগ উঠেছে সংস্থার হিসাব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফজলুল হকের বিরুদ্ধে। বিআইডব্লিউটিসি গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও এই মহাব্যবস্থাপকের দায়ও পেয়েছে। তদন্ত প্রতিবেদনের কপি প্রতিদিনের বাংলাদেশের হাতে রয়েছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ দুর্নীতির বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আবু সালেহ আহাম্মদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। তাকে চাকরিচ্যুত করার পাশাপশি তার বিরুদ্ধে থানা ও দুদকে মামলা করা হয়েছে। একই সঙ্গে জিএম ফজলুল হকের বিরুদ্ধেও বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, তদন্তে দুর্নীতি প্রমাণ হওয়ার পরও হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মো. ফজলুল হককে রক্ষার জন্য নানা টালবাহানা চলছে বলে অভিযোগ উঠেছে। তাদের কোটি টাকার দুর্নীতির তদন্ত করতে গত ২৯ জুন বিআইডব্লিউটিসি তিন সদস্যের একটি কমিটি গঠন করে। এতে সংস্থাটির চিফ পার্সোনাল ম্যানেজার মো. ফজলে রাব্বিকে আহ্বায়ক, ডেপুটি চিফ অডিট অফিসার আতিকুর রহমান ও আইন কর্মকর্তা মো. সুজন আলীকে সদস্য করা হয়। সম্প্রতি ওই কমিটি বেশ কয়েকটি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে তাদের দুর্নীতির আদ্যোপান্ত উঠে এসেছে। দুর্নীতির হোতা বিআইডব্লিউটিসির নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ অফিসের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান, সহকারী ক্যাশিয়ার তানিয়া আক্তার এবং মহাব্যবস্থাপক (হিসাব) মো. ফজলুল হকের দায় উঠে এসেছে।

নিতাইগঞ্জ শাখার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ছয়টি চেকের মাধ্যমে নগদ ৭৪ লাখ টাকা উত্তোলন করেন। কিন্তু টাকা উত্তোলনের বিষয়টি ক্যাশ স্ক্রল বহি ও লেজার বহিতে এন্ট্রি বা হিসাবভুক্ত করা হয়নি। এই টাকা সহকারী হিসাবরক্ষণ অফিসার সালেহ আহাম্মদ খান আত্মসাৎ করেছেন।

তদন্ত চলাকালে পিআরএলে থাকা সংস্থার ইনল্যান্ড মাস্টার অফিসার মো. আমির হোসেন ভূঞা কমিটিকে জানান, তিনি নগদায়ন বাবদ কোনো টাকা গ্রহণ করেননি। অথচ নারায়ণগঞ্জ হিসাব শাখার ক্যাশরুমের নথি হতে দেখা যায়, চলতি বছরের ৭ মে আট লাখ ৩ হাজার ৪৩৮.৬০ টাকা, ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের বেতন-ভাতা বাবদ ২ লাখ ২ হাজার ৯০৩ টাকা (মোট ১০ লাখ ৬ হাজার ৩৪২.১৬ টাকা) ভুয়া স্বাক্ষরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। তদন্ত কমিটির কাছে প্রদানকৃত জবানবন্দি যাচাইয়ে দেখা যায়, জাহাজে থাকাকালীন পে-বইয়ের স্বাক্ষরের সঙ্গে ভাউচারে করা স্বাক্ষরের কোনো মিল নাই। এক্ষেত্রে পিআরএল ভোগরত মো. আমির হোসেন ভূঞার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সালেহ আহাম্মদ খান ১০ লাখ ৬ হাজার ৩৪২.১৬ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হয়।

তদন্ত চলাকালে পিআরএলে থাকা সংস্থার আরেক ইনল্যান্ড মাস্টার অফিসার মুন্সী আজিজুর রহমান কমিটিকে জানান, তিনি নগদায়ন বাবদ কোনো টাকা গ্রহণ করেননি। অথচ নারায়ণগঞ্জ হিসাব শাখার ক্যাশরুমের নথিতে দেখা যায়, ভাউচার করে চলতি বছরের ৭ মে ৫ লাখ ২ হাজার ৮৪৪.৩৯ টাকা ভুয়া স্বাক্ষরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। তদন্ত কমিটির কাছে দেওয়া জবানবন্দি যাচাইয়ে দেখা যায়, জাহাজে থাকাকালে পে-বইয়ের স্বাক্ষরের সঙ্গে ভাউচারের স্বাক্ষরের কোনো মিল নেই। এক্ষেত্রেও পিআরএল ভোগরত মুন্সী আজিজুর রহমানের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সালেহ আহাম্মদ খান ৫ লাখ ২ হাজার ৮৪৪.৩৯ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হয়। এছাড়া ১৫ মে থেকে ২৩ জুন পর্যন্ত ১৯টি স্লিপের মাধ্যমে সহকারী হিসাবরক্ষণ অফিসার সালেহ আহাম্মদ খান নিতাইগঞ্জ অফিসের হিসাব সহকারী (ক্যাশিয়ার) তানিয়া আক্তারের কাছ থেকে ১৬ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা গ্রহণ করেছেন। মূলত এসব টাকাই ক্যাশে ঘাটতি রয়েছে। এসব টাকা সালেহ আহাম্মদ খান আত্মসাৎ করেছেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

সহকারী হিসাবরক্ষণ অফিসার সালেহ আহাম্মদ খান নিজ নামে বিআইডব্লিউটিসির ১৯টি স্লিপে ভিন্ন ভিন্ন তারিখে ১৬ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা নিয়েছেন। ক্যাশে জমা টাকা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্যাশিয়ারের। কিন্তু সালেহ আহাম্মদ খান ক্যাশিয়ার তানিয়া আক্তারকে বদলির ভয় দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে ক্যাশ থেকে এসব টাকা আত্মসাৎ করেছেন। সুতরাং এই টাকা আত্মসাতের জন্য সালেহ আহাম্মদ খান দায়ী। তবে হিসাব সহকারী (ক্যাশিয়ার) তানিয়া আক্তার স্লিপের মাধ্যমে ভিন্ন ভিন্ন সময় ১৬ লাখ ৪৭ হাজার ৩৬৩ টাকা প্রদানসহ পিআরএলে থাকা দুজন কর্মকর্তার কাছে অর্থ প্রদান না করে পে-কলামে স্বাক্ষর দেখে হিসাবভুক্ত করেন, যা অদক্ষতার শামিল।

বিআইডব্লিউটিসির পরিচালকের (অর্থ) বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, পরিচালকের (অর্থ) নির্দেশনার পরও নিতাইগঞ্জ অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধ না করায় সার্বিক বিষয়ে বিভাগীয় প্রধান হিসেবে জিএমের (অ্যাকাউন্টস) তত্ত্বাবধানের ঘাটতি পরিলক্ষিত হয়েছে।

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সালেহ আহাম্মদ খান ও হিসাব সহকারী তানিয়া আক্তারের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে মোবাইলে জিএম মো. ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত হচ্ছে। তদন্তাধীন একটি বিষয়ে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।