
ফাইল ছবি
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মাথা বিহীন লাশ উদ্ধারের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সোনারগাঁ থানার মধ্যপাড়া এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে হাবিবুর (২৮)।
এর আগে গত ২৭ আগষ্ট দুপুরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কুড়িঁপাড়া স্কুল মাঠের পাশক শীতলক্ষ্যা নদীর তীরে মাথাবিহীন অজ্ঞাত একজন যুবকের লাশ ভেসে উঠলে আশপাশের লোকজন বিষয়টি কাঁচপুর নৌ- পুলিশ ফাড়িঁকে খবর দেয়। উক্ত সংবাদ পেয়ে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি টীম ঘটনাস্থল থেকে মাথাবিহীন লাশটি উদ্ধার করে।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক সংক্রান্ত ব্যবসা, এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হত্যাকান্ডটি সংঘঠিত হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে ভিকটিমকে গলাকেটে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে এবং লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। বিচ্ছিন্ন মাথা উদ্ধার এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।