
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা পুনর্বিন্যাসের পর সিদ্ধান্ত স্থগিতের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় একথা জানান খোরদেশ।
এসময় তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনে শুনানী করে জয়ী হয়েছি। বন্দর উপজেলা নারায়নগঞ্জ-৫ এই থাকলো। আমরা এ সিদ্ধান্তে সন্তুষ্ট।
এর আগে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সীমানা পুনর্বিন্যাসের পর প্রার্থীদের আবেদনের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৫ আসনের পুরনো সীমানা বহাল রাখার সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।
এসময় নির্বাচন কমিশন দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।