
ফুল দিয়ে নবনির্বাচিতদের শুভেচ্ছা
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বদুর নেতৃত্বে হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানান।
এসময় বদিউজ্জামান বদু বলেন, আমাদের এলাকার বড় ভাই হুমায়ুন ভাই ও আনোয়ার ভাইকে আমি নির্বাচিত হওয়ায় ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আমি বিশেষভাবে সাখাওয়াত ভাইকে ধন্যবাদ জানাই। তিনি এই নির্বাচনে অনেক পরিশ্রম করেছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ও হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।