শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শতাধিক গাড়ির বহর নিয়ে গিয়াসউদ্দিনের শোডাউন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৫

শতাধিক গাড়ির বহর নিয়ে গিয়াসউদ্দিনের শোডাউন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে র‍্যালি করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। এসময় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় গাড়িবহর নিয়ে শোডাউন করেন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়।

এসময় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, একইসঙ্গে উন্নয়নের যে কর্মসূচি, সেটিও আগামী দিনে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় হাজারো নেতাকর্মী ও গাড়ির বহর নিয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকা প্রদক্ষিণ করেন। নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা এবং তারা নানা স্লোগানে র‍্যালিকে মুখরিত করে তোলেন।

তিনি বলেন, আজকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি আন্দোলন-সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আরও সালাম জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। 

তিনি বলেন, তারেক রহমান স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বিদেশে থেকেও দলকে সফলভাবে পরিচালনা করেছেন এবং আন্দোলনের দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং নির্যাতন ভোগ করেছেন। গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, জেল-জুলুম – সব ধরনের নির্যাতন সহ্য করে তারা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন।

তিনি বলেন, ১৭ বছরের এই আন্দোলনের ধারাবাহিকতায় এবং পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনা তার সকল নেতাকর্মী ও পরিবার-পরিজন নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম, এ, হালিম জুয়েল, সহ-সভাপতি জি, এম, সাদরিলসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।