শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ধারন ক্ষমতা অনুযায়ী রাস্তায় গাড়ি চলার অনুমতি দিতে হবে : বিআরটিএ চেয়ারম্যান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৫

ধারন ক্ষমতা অনুযায়ী রাস্তায় গাড়ি চলার অনুমতি দিতে হবে : বিআরটিএ চেয়ারম্যান 

পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ পরবর্তী ইউনিফর্ম প্রদান অনুষ্ঠান

বিআরটিএ এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন,  আমাদের আর কিছু জানার দরকার নাই। সম্মানিত মুরুব্বি বলেছেন ধারন ক্ষমতা অনুযায়ী রাস্তায় গাড়ি চলার অনুমতি দিতে হবে। আদারওয়াইজ আমি কেন আমার মত দশটা বিআরটিএর লোক আসলেও এই সমস্যা সমাধান করতে পারবেনা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে গ্রীণ এন্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ পরবর্তী ইউনিফর্ম প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি সকলে মিলে যেই গাড়ির অপারেশন করি সেখানেও কিন্তু আমি মালিক নেতাদের অংশগ্রহণ রাখি। জেলা মিটিং গুলো করি সেই মিটিং ও কিন্তু আমাদের মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকে। আমি চাই মানুষ স্বচ্ছভাবে দেখুক হোয়াট ইজ গোয়িং অন।

তিনি আরও বলেন, আমাদের গাড়ি চলছে এক লাখ বিশ হাজার। সেটা তো আপনারা আমি সবাই জানি। এই গাড়ি রাখার জায়গা নাই। দু সপ্তাহ আগে অনুষ্ঠান করেছিলাম। সেখানে আমাদের হেমায়েত ছিলেন। আমাদেরকে বলছে আমাদের এখানে আরো বাস বাড়ানো দরকার। এই জায়গায় যখন পৌরসভা ছিল তখন মানুষের এত চাহিদার মুখেও আমি ৫০০ এর বেশি ইজি বাইকের অনুমতি দেইনি। তাই এখন চলছে মাত্র সাড়ে আটশ। যদি আরো বাড়াতে হয় তাহলে কিছুদিন পর আমি আপনি গাড়ি ঘোড়া গরু সব একসাথে চলব। 

অনেক গাড়ির মালিক আছে যাদের একটা মাত্র গাড়ি। যে গাড়ি দিয়ে তার সংসার চলে। তারাও তো সমাজের একটি অংশ। আমরা দু তিনটা জিনিস চিন্তা করেছি। নাম্বার ওয়ান হয়তোবা ভালো লাগবে। নাম্বার ওয়ান হল আমরা বাইরে থেকে গাড়িগুলোকে আমরা আমদানি করার জন্য আমি চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা বর্তমান যে আইনটা আছে ২০১৮ সালের সেটা একটু মডিফিকেশন করে একটা খসড়া দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছি। আমি মনে করি আমাদের দুটো জিনিস দরকার। 

আমি একজন খাদেম।  কারণ এই ১৬ কোটি মানুষের ট্যাক্সের টাকা আমার বেতন হয়। আমি আপনাদের খাদেম। আপনাদেরকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে। এই দেশটা আমার এবং দেশপ্রেম ঈমানের অঙ্গ।  দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা আমাদের দেখতে হবে কর্মের মাধ্যমে। 

ইন্টারন্যাশনাল ড্রাইভার ও ড্রাইভিং কোয়ালিটি আছে তারাও এখানে ড্রাইভিং লাইসেন্স করবে। ৬০ ঘন্টা ট্রেনিং করতে হবে এক্সটেনসিভ ট্রেনিং এবং এই পাঁচ ঘন্টা যে ড্রাইভার সাহেবরা ওখানে অংশগ্রহণ করবেন এই সব ঘন্টার জন্য ১৮ হাজার টাকা করে এক একজনকে দেব। বিআরটিএ পরীক্ষা গ্রহণ করবে এবং লাইসেন্স ইস্যু করবে।