বুধবার, ১৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৭, ১০ আগস্ট ২০২৫

ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ সমাবেশ 

বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লা প্রেসক্লাব। 

রবিবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হামলা, মামলা আর হত্যা করে সাংবাদিকদের কলম থামিয়ে রাখা যাবে না। সমাবেশ থেকে সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন সময়ো হত্যাকান্ডের শিকার সাংবাদিকদের বিচার দাবি করাসহ সাংবাদিকদের নিরাপত্তা আইন পাশের দাবি করা হয়।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এবং ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনির হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, নজরুল ইসলাম সুজন,  আরিফ হোসেন, জসিম উদ্দিন, রাসেল, লিজা,রনি দাস,সোহেল রানা, নাজমুল, শাহাবুদ্দিন শাহাব,মোস্তাক, হৃদয়,আনোয়ার হোসেন সজীব, পলাশ লালপুরী প্রমুখ।