
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের পর প্রার্থীদের আবেদনের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৪ আসনের পরিবর্তিত সীমানা বহাল রেখেছে নির্বাচন কমিশন। ফতুল্লা থানার পাঁচ ইউনিয়ন ও সদরের গোগনগর ও আলীরটেক ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এসময় নির্বাচন কমিশন দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
এর আগে গত বুধবার ৩০ জুলাই নির্বাচন কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আসন তিনটি হল নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫।