শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার 

বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ। 

র‍্যাব জানায়, গত ৩ সেপ্টেম্বর সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে (২৫) গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত আসামি রিয়াজুল ইসলাম শুটার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাছিমপুর (দেওয়ানবাড়ী) গ্রামের আব্দুল লতিফের ছেলে। গ্রেফতারের পরপরই শুটার রিয়াজের ব্যবহৃত অস্ত্রের সন্ধানে মাঠে নামে র‍্যাব-১১। এরই প্রেক্ষিতে শুটার রিয়াজের সম্ভাব্য বিভিন্ন আস্তানায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১। 

এর এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকা হতে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।