
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সোমবার (১ সেপ্টেম্বর) এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।
এসময় দিপু ভূঁইয়া বলেন, বিএনপি সবসময় বাংলাদেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছে। বিএনপি কখনও গণবিরোধী ভূমিকায় ছিল না। এটাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে লড়াইয়ে আছি শিঘ্রই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই লড়াইয়ে বিজয়ী হবো।