বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নবাগত কর কমিশনারকে সরকারী গাড়িচালক সমিতির ফুলেল শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৩, ২ সেপ্টেম্বর ২০২৫

নবাগত কর কমিশনারকে সরকারী গাড়িচালক সমিতির ফুলেল শুভেচ্ছা

ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলার নবাগত কর কমিশনার মো রওশন আখতারকে ২ সেপ্টেম্বর মঙলবার বিকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন সস্তপুর এলাকায় জেলা কর কমিশনারের কার্যালয়ে বাংলাদেশ সরকারী গাড়ি চালক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। 
এসময় শুভেচ্ছা বিনিময়কালে জেলা কর কমিশনার মো রওশন আখতার সংগঠনের নেতৃবৃন্দকে উদ্যেশে করে বলেন আপনারা সবাই মাসিক বেতন পান, তাই ইনকাম টেক্স প্রদান করবেন। পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন। তিনি আরো বলেন প্রতিটি মানুষেরই উচিত তার আয়ের উপর টেক্স প্রদান করা। তাহলে দেশ ও জাতী অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় বাংলাদেশ সরকারী গাড়িচালক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগ্রামী  সভাপতি মো মুকবিল হোসেন মুকুলের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান কালে আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মিজানুর রহামান, সাংগঠনিক সম্পাদক মো সফিউল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো দেলোয়ার হোসাইন,  অর্থ সম্পাদক মো রহমত উল্লাহ।  
ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য আমিমুজ্জামান, সদস্য মো জুয়েল, সদস্য  মো রুবেল, সদস্য মো সুজন, ইমরান হোসেন, হায়দার আলী প্রমূখ।