
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের জিমখানা লেক থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত বারোটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যাক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এর আগে রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে লাশটি মর্গে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে খানপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।