
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন রতন।
এসময় সাংগঠনিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করতে ব্যাহত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।