
প্রশিক্ষণ
নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন।
এসময় পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবনির্বাচন আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ কার্যক্রম ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত চলমান থাকবে। নারায়ণগঞ্জ জেলার আনুমানিক ১৯০০ জন পুলিশ সদস্যসহ পিবিআই, সিআইডি, নৌ পুলিশ, শিল্প পুলিশের সদস্যদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
এসময় তিনদিন মেয়াদী এই প্রশিক্ষণ কার্যক্রমে পঞ্চাশ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।