
ফাইল ছবি
নারায়ণগঞ্জে বিচর সংস্কারের দাবীতে লাল যাত্রা কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা।
শুক্রবার (১০ অক্টোবর) শহরের মন্ডলপাড়া এলাকা থেকে এই লাল যাত্রা কর্মসূচি শুরু হয়।
এসময় এনসিপির এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, বিচার ও সংস্কার অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্টদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ দাবীতেই আমরা আজ এই লাল যাত্রা কর্মসূচি পালন করেছি।
এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।