
ফাইল ছবি
একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ১৯৭২ সালের বাকশালের সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল, আজ একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শুক্রবার ১০ অক্টোবর বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ডি.আই.টি চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানকে বাইপাস করে কেউ যদি রাজনীতি করার চেষ্টা করে, তবে রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামীর বাংলাদেশ ৭২-এর সংবিধানের আদর্শে নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের আদর্শে পরিচালিত হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এছাড়াও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা নারায়ণগঞ্জের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ দেশের বিভিন্ন সময়ের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানান।